পাইলের কাজ করার জন্য আপনাকে কি কি চেক করতে হবে।





কাস্ট ইন সিটু পাইল । প্রি চেকিং & জেনারেল ইনফরমেশন

শেয়ার করে রাখুন
==============================================
Deep Foundation বা পাইল ফাউন্ডেশনের মধ্যে Cast-in-Stu পাইল হচ্ছে বহুল ব্যবহৃত, সহজলভ্য ও ইকনোমিক প্রসিডিউর, যেখানে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট ডায়ার ও দৈর্ঘ্যের গর্ত খনন করে R.C.C Casting করা হয়। এই পাইল দুর্বল ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে যাকে আমরা End Bearing Pile বলে থাকি।
আমাদের দেশে মূলত: দুই পদ্ধতিতে কাস্ট ইন সিটু পাইল করা হয়;
**Hydraulic Rotary Pile Drill Rig Machine.
**Piling Winch Machine/ Manual Operating Rig Machine.

প্রি_চেকিং (Pre-checking)

Cutter বা চিজেল এর ডায়া ঠিক আছে কিনা?
======================================
মনে রাখবেন চিজেলের ডায়া একটা ভাইটাল ইস্যু, ইহা যদি নির্দিষ্ট পরিমাপের চেয়ে কম বেশি থাকে তবে কংক্রিটের পরিমানেরও প্রয়োজনের তুলনায় কম বেশি লাগবে। চিজেলের ডায়া সচরাচর পাইলের ডায়া থেকে কিছুটা কম থাকে [1” থেকে 1.5”] যা সর্বোচ্চ 2 পর্যন্ত হয়ে থাকে, পাইল ডায়া যদি 20” হয় তবে চিজেল বা কাটারের ডায়া হবে 18.5” বা সর্বনিন্ম 18” হতে পারবে।

বিদ্র: চিজেলের ডায়া খুব বেশি কম পাওয়া গেলে আপনাকে চিজেলের বাহিরের পরিধিতে প্রয়োজনীয় ডায়ার রড [৮ থেকে ১৬mm] Welding করে ডায়া বাড়াতে হবে নচেৎ চিজেল পাল্টাতে হবে।

Drilling Pipe এবং টিমি পাইপের দৈর্ঘ্য ঠিক আছে কিনা?
================================================
অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে, ট্রিমি এবং ড্রিলিং পাইপের দৈর্ঘ্য পাইলের দৈর্ঘ্য থেকে কিছুটা যেন বেশি থাকে, কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট বেশি থাকতে হবে।

বি.দ্র: ড্রিলিং পাইপের ডায়া সচরাচর 6” হয়ে থাকে এবং ট্রিমি পাইপের ডায়া সচরাচর 8 থেকে 12 ইঞ্চির হয়।

Casing Pipe এর দৈর্ঘ্য এবং ডায়া ঠিক আছে কিনা?

কেসিং এর দৈর্ঘ্য একটু বেশি থাকা ভাল, তবে কখনোই ৬ মিটার বা ১৮ ফিটের নিচে Allow করবেন না, কেসিং এর ডায়া পাইলের ডায়ার সমানই হবে।

ড্রইং এ উল্লেখ না থাকলে In General যা মাথায় রাখতে হবে

কংক্রিটের সর্বনিন্ম কম্প্রেসিভ স্ট্রেন্থ হতে হবে 17.25Mpa বা 2500Psi, রেশিও হবে 1:1.5:3 [with stone chips & 70% Sylhet sand].

Clear cover 3", Slump সর্বনিন্ম 100mm এবং সর্বোচ্চ 200mm হতে পারবে [ অবশ্যই এ্যাডমিক্সার ব্যবহার করতে হবে].

Pile to Pile Minimum center distance হবে 750mm/ 2.5 Feet or 2.5 of Pile Dia, পাইলের Outer face থেকে পাইল ক্যাপের আউটে কমপক্ষে 100mm/ 4" থাকতে হবে।

Cut off level এর উপরে এবং Rebar Casing এর bottom এ false casting এর দৈর্ঘ্য হবে কমপক্ষে 600mm/ 2 feet.

Pile head ভাঙার পরে CC থেকে 2"/3" উপরে বর্ধিত রাখতে হবে।

Boring কমপ্লিটের ৬ ঘন্টার মধ্যে কাস্টিং শেষ করতে হবে, নচেৎ উক্ত সময়ের পর অতিরিক্ত 0.5 মিটার বোরিং করে পুনরায় ওয়াশ করতে হবে। কোন কারণে খননকৃত বোরহোলে কাস্টিং করা না গেলে উক্ত গর্ত থেকে 2D-3D দূরে নতুন পাইল বোরিং করতে হবে।

পাইলের কমপক্ষে 6 টি 16mm Longitudinal bar দিতে হবে, Spiral dia হবে কমপক্ষে 8mm, Max. Spacing হবে;
(কোর ডায়া/ 6) or 3.5 to 7.5 Cm or 8 times of longitudinal bar এগুলোর মধ্যের সবচেয়ে ছোট টা, তবে ইহা কোনভাবেই 6" এর বেশি হবে না।

Spiral এর Length নির্নয়ের সূত্র: N* π (D+d)+8d [N means total spiral, D means core dia, d means dia of spiral bar, π = 3.1416]

Maximum Tolerance
=====================
√ Pile Center Displacement: 75mm/ 3 inch.
√ Vertically Inclination: 1:100 or 1 inch/ 10 ফেএত

Civil Engineering Tips and Tricks.

Facebook page link

Comments

Popular posts from this blog