পাইলের কাজ করার জন্য আপনাকে কি কি চেক করতে হবে। কাস্ট ইন সিটু পাইল । প্রি চেকিং & জেনারেল ইনফরমেশন শেয়ার করে রাখুন ============================================== Deep Foundation বা পাইল ফাউন্ডেশনের মধ্যে Cast-in-Stu পাইল হচ্ছে বহুল ব্যবহৃত, সহজলভ্য ও ইকনোমিক প্রসিডিউর, যেখানে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট ডায়ার ও দৈর্ঘ্যের গর্ত খনন করে R.C.C Casting করা হয়। এই পাইল দুর্বল ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে যাকে আমরা End Bearing Pile বলে থাকি। আমাদের দেশে মূলত: দুই পদ্ধতিতে কাস্ট ইন সিটু পাইল করা হয়; **Hydraulic Rotary Pile Drill Rig Machine. **Piling Winch Machine/ Manual Operating Rig Machine. প্রি_চেকিং (Pre-checking) Cutter বা চিজেল এর ডায়া ঠিক আছে কিনা? ====================================== মনে রাখবেন চিজেলের ডায়া একটা ভাইটাল ইস্যু, ইহা যদি নির্দিষ্ট পরিমাপের চেয়ে কম বেশি থাকে তবে কংক্রিটের পরিমানেরও প্রয়োজনের তুলনায় কম বেশি লাগবে। চিজেলের ডায়া সচরাচর পাইলের ডায়া থেকে কিছুটা কম থাকে [1” থেকে 1.5”] যা সর্বোচ্চ 2 পর্যন্ত হয়ে থাকে, ...
Comments
Post a Comment