পাইলের কাজ করার জন্য আপনাকে কি কি চেক করতে হবে। কাস্ট ইন সিটু পাইল । প্রি চেকিং & জেনারেল ইনফরমেশন শেয়ার করে রাখুন ============================================== Deep Foundation বা পাইল ফাউন্ডেশনের মধ্যে Cast-in-Stu পাইল হচ্ছে বহুল ব্যবহৃত, সহজলভ্য ও ইকনোমিক প্রসিডিউর, যেখানে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট ডায়ার ও দৈর্ঘ্যের গর্ত খনন করে R.C.C Casting করা হয়। এই পাইল দুর্বল ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে যাকে আমরা End Bearing Pile বলে থাকি। আমাদের দেশে মূলত: দুই পদ্ধতিতে কাস্ট ইন সিটু পাইল করা হয়; **Hydraulic Rotary Pile Drill Rig Machine. **Piling Winch Machine/ Manual Operating Rig Machine. প্রি_চেকিং (Pre-checking) Cutter বা চিজেল এর ডায়া ঠিক আছে কিনা? ====================================== মনে রাখবেন চিজেলের ডায়া একটা ভাইটাল ইস্যু, ইহা যদি নির্দিষ্ট পরিমাপের চেয়ে কম বেশি থাকে তবে কংক্রিটের পরিমানেরও প্রয়োজনের তুলনায় কম বেশি লাগবে। চিজেলের ডায়া সচরাচর পাইলের ডায়া থেকে কিছুটা কম থাকে [1” থেকে 1.5”] যা সর্বোচ্চ 2 পর্যন্ত হয়ে থাকে, ...
Popular posts from this blog
Civil Engineering Tips and Tricks পেইন্ট এর কাজ কিভাবে চেক করতে হয়। (যে বিষয় গুলো আপনাকে অব্যশ্যই জানতে হবে।) 1.Check the surface is properly dry. Check the surface properly Cleaned , Brushed and dust off. 2.Check the contents thorough stirred. 3.Check the water or thinner mixed as per specification or otherwise as per manufacturers instruction. 4.Check the brush or roller are properly cleaned. 5.Do not allow successive coat till the proceeding coat is completely dry. 6.Check by touch the paint should not adhere with finger or palm. 7.Do not over thin paint. 8.Do not use old thinned paint. 9.Do not allow painting during rain or in excessive humidity. 10.Keep the painted surface well ventilated during and at least month after painting, this is important. 11.Do not smoke or fire during paint. 12.keep the paint in a cold , dry store . 13.Keep the tin caps tightly closed after use. 14.Before synthetic enamel use in steel structure , 15.check the scales or rust are properly scrubbed . 16.Ch...
Comments
Post a Comment